বিএনপির উচিত সংলাপে অংশ নেওয়া: আইনমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেখেন, দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে।’
রবিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি যদি সেটা না করে, তবে তা ওনাদের সিদ্ধান্ত। বিএনপির উচিত নিজেদের যা কিছু বলার তা সংলাপে অংশ নিয়ে বলা। তাহলে তাদের যেসব প্রশ্ন আছে সেগুলো উত্তর পাবে। যা তাদের জন্য ভালো হবে।’
আনিসুল হক বলেন, ‘অনেকে বলেন টক্সিক সিচুয়েশন। ওনারা (বিএনপি) যদি মনে করেন, এটা টক্সিক সিচুয়েশন, তাহলে আমার মনে হয় টক্সিক সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য ওনাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমর মনে হয় সেটা পজিটিভ হবে।’
সংলাপকে বিএনপি’র সময় নষ্ট আখ্যা দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সংলাপ সফল হবে নাকি ব্যর্থ, সেটা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতির মতামত পেলে তখনই জানা যাবে। এখন যারা এটা বলছেন সেটা মনগড়া কথা।’
ইসি গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে আইন করার মতো সময় নেই। তবে এ আইন নিশ্চয়ই হবে, এ আইন হবেই না, সেটা কখনো বলিনি আমরা। এমন একটা আইন হতে হবে যেটা সর্বজনীন হয়।’
তিনি আরও জানান, সরকারের কাছে এখন চ্যালেঞ্জ হলো জনগণের সেবা করা। এটাই এত বছরে করে আসছে সরকার। পাঁচ বছর মেয়াদ শেষ হলে যারা জনগণের সেবা করেছে, তাদেরই আবার ভোট দিয়ে নির্বাচিত করবে মানুষ। যারা নিজেদের সেবা নিয়ে ব্যস্ত ছিল, তাদের নির্বাচিত করবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ প্রসঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘কাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে আর কাকে পাঠানো হবে না, এটা সরকারের কাছে এখন প্রায়োরিটি না। সরকারের প্রায়োরিটি জনগণের সেবা করা।’
এনএইচবি/এমএমএ/