সংলাপে যাচ্ছে গণফোরাম, থাকছেন না ড. কামাল
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নতুন বছরে প্রথম সংলাপে বসতে যাচ্ছে গণফোরাম (ড. কামাল হোসেন অংশ)। রোববার (০২ জানুয়ারি) সন্ধ্যায় দলটির নির্বাহী সভাপতি ও সংসদ সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবার কথা রয়েছে। তবে সংলাপে থাকছেন না ড. কামাল হোসেন।
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। সেই সার্চ কমিটিই খুঁজে বের করবে নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার। তাদের দেওয়া তালিকা থেকে গ্রহণযোগ্যদের মধ্যে থেকে নতুন নির্বাচন কমিশন চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।
সংলাপে যাওয়া প্রসঙ্গে মোকাব্বির খান ঢাকাপ্রকাশকে বলেন, আমরা সংলাপে যাচ্ছি। আমিসহ পার্টির জেনারেল সেক্রেটারি মিলে মোট ৮ জনের করোনা টেস্ট করিয়েছি। আমার নেগেটিভ আসছে এখন খোঁজ নিয়ে দেখব কার কার নেগেটিভ। তারপর সন্ধ্যায় যাব।
ড. কামাল হোসেন যাবেন কি-না? এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি তো এখন কোথাও যাচ্ছেন না। সংলাপেও যাবেন না। তবে আমরা পার্টির সভাপতি ড. কামাল হোসেন স্যার এর পরামর্শ নিয়েই যাচ্ছি। তার পরামর্শগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরব।
এসএম/কেএফ/