গুমের সঙ্গে জড়িতরা রেহাই পাবে না: আমির খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে গুম দিবস ও গুম নিয়ে আলোচনা করা হবে সেটা কখনো দেশের মানুষ কল্পনা করেনি। একটা স্বাধীন দেশে গুম দিবস পালন করতে হবে এবং গুম হওয়া পরিবারের সদস্যদের জনগণের সামনে বক্তব্যে দিতে হবে, বিচার চাইতে হবে এটা অবিশ্বাস্য।’
তিনি বলেন, ‘এই প্রতিটি গুমের পিছনে যারা জড়িত, তারা কিন্তু দেশে-বিদেশে চিহ্নিত হয়েছেন। গুম খুনের কারণে বাংলাদেশে উপর, র্যাবের ৬ জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা (সরকার) দেশকে বিশ্বের সামনে ছোট করেছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।
সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, ‘গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না আমরা শুনেছি। এই কান্না থামবে না, যতদিন এই দখলদার অবৈধ সরকারের পতন ঘটাতে না পারি। একটা কথা নিশ্চিতভাবে বলা যাবে, যারা এই খুন গুমের সঙ্গে জড়িত, তারা কেউ রেহাই পাবেন না। দেশের ভেতরে রেহাই পাবেন না, আর বাইরে টাকা পাচার করে সম্পদ করেছেন তারাও রেহাই পাবেন না। আপনাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বিশ্ব আদালতে বিচার হবে। তাই আজকে যে কান্না শুনেছি সেই কান্নার জন্য এই সরকারের পতনের জন্য যত রক্ত দিয়েছি, পতনের জন্য যদি আরো রক্ত দিতে হয়, রক্ত দেব, তোমাদের যেতে হবে। তোমাদের কোনো রেহাই নাই।’
মানববন্ধনে বক্তব্যে রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।
এমএইচ/এএস