মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট, সেটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরির সংকট নয়। প্রধান সংকট হচ্ছে- নির্বাচনকালে কোন ধরনের সরকার থাকবে? সেই সময়ে যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে সেই নির্বাচনের কোনো মূল্যই নেই। নির্বাচন অর্থবহ হতে পারে না। সেজন্য আমরা সরাসরি বলছি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকতে হবে, যা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করে তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে।'

শনিবার (১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শেরে বাংলাস্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
নতুন ইংরেজি বছরে বিএনপির প্রত্যাশা প্রশ্নে বিএনপির মহাসচি বলেন, ‘আমরা আশা করছি এই নববর্ষে দেশের মানুষ মুক্ত হবে। খালেদা জিয়া মুক্তি পাবেন এবং দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তাদের (সরকার) ভাষ্যমতে যে সাজার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা কোনো আইনি ব্যাপার নয়। বরং আজকে শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছেন। যাতে খালেদা জিয়া চিকিৎসার সুযোগ না পান এবং তার যে অসুখ হয়েছে তাতে যেন তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকেই চলে যান। আর এটাই তারা চাচ্ছেন।’

খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। এর পরিণতি যদি খারাপ হয় তাহলে তার জন্য দায়দায়িত্ব তাদের বহন করতে হবে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত করতে, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরও বেগবান হবে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে তাকে (খালেদা জিয়া) মুক্ত করতে সক্ষম হব।

নির্বাচন কমিশন গঠনে বিএনপি কোনো প্রস্তাব দিবেন কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা প্রস্তাব দিয়ে রেখেছি, এটা প্রকাশ্যে জনগণের কাছে আছে।’

এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/টিটি/

Header Ad
Header Ad

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীতে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় আমিনুল হক বলেন, ‘জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিষ্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনো বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোনো মহামারী দুর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।’

ইফতার সামগ্রী বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং তথ্য যাচাইয়ের জন্য ‘রিউমার স্ক্যানার’ নামক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনুসন্ধান করেছে।

তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে। সোমবার (৩ মার্চ) রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো সরকারি সফরের ভিডিওকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে।

Sting Newz নামের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ নভেম্বর ‘কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যে ভিডিওর সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটির ০০:১৫ থেকে ০০:৪১ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর সেই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায়। পরবর্তী সময়ে, ইলেকট্রনিক গণমাধ্যম Ekattor TV এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর ‘একান্ত বৈঠকে বসছে শেখ হাসিনা ও মমতা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেই ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা তার পরনে শাড়ির মিল রয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর ২২ নভেম্বর সরকারি সফরে কলকাতা পৌঁছান।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের তথ্যও সঠিক নয়। পুরোনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Header Ad
Header Ad

৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান

হাফেজ আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

মাত্র ৯১ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে ৬ বছর বয়সী শিশু আব্দুর রহমান। রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউট’-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। বর্তমানে হিফজ শেষ করে রিভিশন বিভাগে অধ্যয়নরত রয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের সন্তান আব্দুর রহমান প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে আব্দুর রহমান ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউটে’ ভর্তি হয় এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করে। প্রথমে দেখে দেখে কোরআন পড়া শুরু করলেও মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়। ইংরেজিতেও তার বিশেষ দক্ষতা রয়েছে, যা শিক্ষক ও সবার জন্য মুগ্ধতার বিষয়।

শিক্ষকদের নিবিড় পরিচর্যায় কোরআনের এই হাফেজ এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে ইসলামিক স্কলার হয়ে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করতে চায় আব্দুর রহমান।

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, ওস্তাদদের সহযোগিতায় ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছি। আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

তার এই অসাধারণ অর্জন সম্পর্কে আল ইন্তিফাদা ইনস্টিটিউটের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বলেন, “কোনো কাজে নিরন্তর প্রচেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। আব্দুর রহমান নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছে। সে দুই ঈদের ছুটি ও মাদরাসার নির্ধারিত ছুটি ছাড়া কোনো দিন অনুপস্থিত ছিল না। তার কঠোর পরিশ্রম, উস্তাদদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতেই এই সফলতা এসেছে।”

হাফেজ আব্দুর রহমানের এই অর্জন তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র দেশের মুসলিম উম্মাহর জন্য এক অনন্য গৌরবের বিষয়। তার বাবা-মা আশাবাদী যে, একদিন তাদের সন্তান বড় আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: এম এ আজিজ
রোজাদারকে ইফতার করানোর বিশেষ পুরস্কার
প্রধান উপদেষ্টার আপত্তিতেই ‘ডেভিল হান্ট’ নাম বদলের সিদ্ধান্ত
ভারতের প্রতিশোধ নাকি আবার অস্ট্রেলিয়া?
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা
বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি  
অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি  
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের  
নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের