রাজধানীতে ভাসমানের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিভিন্ন এতিমখানা ও ভাসমান দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে ঢাকা উত্তরায় একটি প্রসিদ্ধ এতিম খানায় শিশু কিশোর এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং দোয়া মোনাজাত করা হয়।
এ ছাড়া, ঢাকা মহানগরে বিভিন্ন থানা ছাত্রদলও ভাসমানদের মাঝে খাদ্য বিতরণ করেন।
উত্তরায় এতিমদের মাঝে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাসেদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবু আফসান, মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহ-সভাপতি মো. মোক্তাদির হোসেন তরু, বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় সভাপতি রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।
এমএইচ/এমএমএ/