এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদের শাশুড়ি মারা গেছেন

বিশ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের শাশুড়ি আনোয়ারা বেগম (৯৩) ইন্তেকাল করেছেন।
বুধবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে (আইসিইউতে) মারা যান তিনি (ইন্না লিল্লাহী...রাজিউন)। তিনি এক ছেলে, সাত মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এনপিপির যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন জানান, মিরপুরে বাদ আসর ও বাদ মাগরিব দুই দফা জানাজা শেষে রাতে বনানী কবরস্থানে আনোয়ারা বেগমকে দাফন করা হয়।
এদিকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের শাশুড়ি আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান।
এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া আরও শোক জানিয়েছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম।
এমইচ/
