নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদী ছাত্র সমাবেশ চলছে।
শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে এ সমাবেশ শুরু হয়।
দুটি খালি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা শুরু করেছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ৩১ জুলাই ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ছাড়া এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যু হয়।
এসএন