বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির চলমান বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে পুলিশি হামলায় নিহত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুর রহিম মৃত্যুবরণ করেছেন।
পুলিশি হামলায় মৃত্যুবরণের প্রতিবাদে ১ আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাড়ে ১১টার দিকে গায়েবানা জানাজা ও বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে। কিন্তু সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
এদিকে ১০টা ৪০ মিনিটে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। দলের নেতা-কর্মীরা সামনে জড়ো হতে শুরু করেছেন।
এসএন
