বরিশালের সাবেক মেয়র কামাল আর নেই

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল ইন্তেকাল করেছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১১ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয় টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিডনী জটিলতায় ভুগছিলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
আহসান হাবিব কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার সাবেক মেয়র কামাল মরদেহ বরিশালে নেওয়া হবে।
এমএইচ/এএস
