পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে বিএনপির সংলাপ রবিবার
জোটে থাকা পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার ৩১ জুলাই বিকেল সোয়া ৫টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ধারাবাহিকভাবে এই দুইটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে বিএনপি। সংলাপে বিএনপি পক্ষে নেতৃত্ব থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ইসলামিক পার্টির সঙ্গে সংলাপে বসে বিএনপি।
প্রসঙ্গত গত ২৪ মে থেকে বিএনপি সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে।