জোট শরীক তিন দলের সঙ্গে বিএনপির সংলাপ মঙ্গলবার
নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে বিএনপি। সংলাপের ধারাবাহিকতায় দলটি এবার তাদের জোট শরীক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল সোয়া ৫টা থেকে দলগুলোর সঙ্গে বিএনপির এই সংলাপ অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশকে এ তথ্য জানান। তিনি বলেন, সংলাপে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান।
গত ২৪মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। নাগরিক ঐক্য, গনসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ সঙ্গে সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।
এমএইচ/