মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে: নোমান

মেগা প্রকল্পের অর্থে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন আবদুল্লাহ আল নোমান। সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এই মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে মেগা প্রকল্প থেকে যে অর্থ লুট হচ্ছে তার মাধ্যমে দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি মেগা প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এই মেগা প্রকল্পের উন্নয়নে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না, তারা শুধুমাত্র হয়রানি শিকার হয়েছে, তাদের অর্থ লুট করা হচ্ছে। মেগা প্রকল্পে টাকা অংশীদার হয়েছে আওয়ামী লীগ, অংশীদার হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা, অংশীদার হয়েছে শেখ হাসিনা।

আব্দুল্লাহ আল নোমান বলেন, এই উন্নয়ন আসলে উন্নয়ন নয়। এটা অস্বাভাবিকভাবে মানুষ যেমন মোটা হয়ে যায় শরীরে চর্বি জমে, এক্সট্টা চর্বি। ঠিক একইভাবে বাংলাদেশের যে উন্নয়নের কথা সরকার বলছে, একটা শ্রেণি বা গোষ্ঠির উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন সাধারণ মানুষের নয়, এই উন্নয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উন্নয়ন হচ্ছে। এর ফলে আজকে দেশ এমন একটা পরিস্থিতিতে পড়ে্ছে যেখানে মানুষ দুই বেলা খাওয়ার জন্য তার যে অর্থনৈতিক উন্নয়নের সংস্থান করা প্রয়োজন সেটাও করতে পারছে না।”

এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ সরকারের পতন উল্লেখ করে নোমান বলেন, এই সরকারের পতনের যে আন্দোলন এই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়। গণতান্ত্রিক আন্দোলনের অংশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে যাওয়ার যে সাংবিধানিক কার্য্ক্রম, সেই কার্যক্রম দেশে পরিচালিত হচ্ছে না। সেজন্য বিএনপির নেতৃত্ব আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে তুলছে সেই আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন। এই আন্দোলন হবে একদফার আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতন আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারের তত্ত্বাবধায়নে যে নির্বাচন হবে তার মধ্য দিয়ে দেশের জনগন মুক্তি পাবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।

জনগণকে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবানও জানান তিনি। ‘তারেক রহমান ঐক্য পরিষদ; নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের মহানগর নেতা এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন, নজরুল ইসলাম, কাজী রওনাকুল হোসেন রিয়াজ প্রমূখ বক্তব্য রাখেন।

এমএইচ/

Header Ad
Header Ad

শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর শুল্কনীতির ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুল্ক কমানো বা ছাড় চেয়ে অনুরোধ করা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। তবে চীনকে নিয়ে তিনি দিয়েছেন কঠোর হুঁশিয়ারি।

ট্রাম্প দাবি করেন, চীন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা তিনি ‘রেকর্ড পরিমাণ শুল্ক, অবৈধ ভর্তুকি ও মুদ্রা কারসাজি’র প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, যদি চীন ৮ এপ্রিল ২০২৫ সালের মধ্যে এই বাড়তি শুল্ক প্রত্যাহার না করে, তাহলে ৯ এপ্রিল থেকে চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্কের হার দাঁড়াবে সর্বোচ্চ ১০৪ শতাংশ পর্যন্ত। একইসঙ্গে তিনি জানান, চীনের অনুরোধে নির্ধারিত বৈঠকগুলোও বাতিল করা হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা শুল্ক ছাড় বা আলোচনার আবেদন করেছে, তাদের সঙ্গে দ্রুত সংলাপে বসার কথাও জানান ট্রাম্প। তিনি লেখেন, “অন্যান্য দেশ যারা বৈঠকের জন্য অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা খুব দ্রুত শুরু হবে। মনোযোগের জন্য ধন্যবাদ!”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণা একদিকে যেমন চীনের ওপর শুল্কের চাপ আরও বাড়ানোর কৌশল, অন্যদিকে অন্যান্য বাণিজ্যিক অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে তার এই কৌশলী অবস্থান আগামী নির্বাচনের আগেও বেশ আলোচিত হতে পারে।

Header Ad
Header Ad

সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ক্রিম আপা’ শারমীন শিলা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ক্রিম আপা’ শারমীন শিলা তাঁর দেড় বছর বয়সী কন্যাশিশু এবং ১২ বছর বয়সী ছেলেকে ভিডিও কনটেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর অভিযোগে নতুন করে প্রশাসনের নজরে এসেছেন।

ফেসবুক ও টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন—যা শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে বলে অভিযোগ উঠেছে।

শারমীন শিলা, যিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত, সাভারের বাইপাইল এলাকায় একটি বিউটি পারলারের মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি তিনি নানা ভিডিও তৈরি করে থাকেন, যেগুলোতে তাঁর মেয়েকে প্রায়ই অস্বাভাবিক আচরণের মুখোমুখি হতে দেখা যায়। মেয়েটির ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে নির্যাতন নয়, বরং ভালোবাসা বলে দাবি করেন।

‘একাই একশো’ নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমানসহ আরও কয়েকজন ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমীন শিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ বা স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাভারের ইউএনও মো. আবু বকর সরকার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে অভিযুক্ত নারীর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শারমীন শিলা বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি সন্তানের কলিজার টুকরা বলে উল্লেখ করে দাবি করেন, কোনো নির্যাতন তিনি করেননি। যদিও অতীতেও তাঁর বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ উঠেছে এবং একাধিকবার ভিডিও প্রকাশের পর তা মুছে ফেলেছেন।

শিশু সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর পরিচালক আবদুল্লা আল মামুন বলেন, এসব ভিডিওতে স্পষ্টতই শিশুর সঙ্গে আচরণে নির্যাতনের উপাদান রয়েছে। যদিও এটা সরাসরি নির্যাতন হিসেবে প্রমাণ কঠিন, তবে নৈতিকভাবে এটি অনুচিত। শিশুর বিকাশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সাদাত রহমান বলেন, অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের ব্যবহারের বিষয়ে একটি নীতিমালা তৈরি করা জরুরি। শিশুদের শৈশব রক্ষায় এবং অনলাইনে ভিউ বা মুনাফার জন্য যেন তাদের ব্যবহার না করা হয়, সে বিষয়ে সরকারকে আইনগত পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও অভিভাবক এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত হতে পারেন।

এ বিষয়ে প্রশাসনের তিন দিনের সময়সীমা শেষ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ‘শিশুদের শৈশব ফিরিয়ে দাও’ বলে প্রতিবাদ জানিয়েছেন।

Header Ad
Header Ad

ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে অনুষ্ঠিত নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচির মধ্যে সিলেট, কক্সবাজার ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কথিত ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (৭ এপ্রিল) রাতে পুলিশ প্রধানের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই নির্দেশনা প্রচার করা হয়। আইজিপি জানান, “আমাদের হাতে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশ এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, সরকার কোনো শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেয় না, তবে সেই প্রতিবাদের আড়ালে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়, তা কখনোই বরদাশত করা হবে না।

এদিকে চলমান বিদেশি বিনিয়োগ সম্মেলনের সময় এসব হামলাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে তুলে ধরার সময় এই ধরনের সহিংসতা বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

তিনি আরও বলেন, “যেসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, সেগুলোর অনেকগুলোতেই দেশি বিনিয়োগকারী রয়েছেন, আবার কিছু রয়েছে বিদেশি। তারা এখানে বিশ্বাস করে কাজ করছেন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। যারা এসব প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার শত্রু।”

এর আগে প্রতিবাদ কর্মসূচির সময় ‘ইসরায়েলি পণ্য’ বিক্রির অভিযোগ তুলে বাটা, কেএফসি, পিজ্জা হাটসহ বেশ কিছু আন্তর্জাতিক ও দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা