আন্দোলনের গতিপথ আন্দোলনের ধারাই বলে দেবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'গণবিরোধী এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে দুর্নীতির নৈরাজ্য সৃষ্টি করেছে। এই অবস্থায় জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব।'
মির্জা ফখরুল বলেন, ‘শুধু নির্বাচন নয়-রাষ্ট্রের আমূল পরিবর্তন যৌথভাবে কাজ করার চিন্তা করেছি। সেক্ষেত্রে আন্দোলনের মধ্যে দিয়ে ঐক্য গড়ে উঠবে। আন্দোলনের ধরণ বলে দিবে ভবিষ্যতে আমরা কোন পথে অগ্রসর হবো, কোন পথে আন্দোলনের ধারা কী হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে যে নির্বাচন কমিশন তৈরি করে রাখা হয়েছে সেই ব্যবস্থায় এই আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। এরা গণবিরোধী ও ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চায়। এদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রবিবার (২৪ জুলাই) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে উপস্থিত সংলাপে অংশ নেন দলটির স্হায়ী কমিটি সদস্য ড আব্দুল মঈন খান , ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি মিডিয়া সেল এর আহবায়ক জহির উদ্দিন স্বপন।
এমএইচ/