কৃষকদল থেকে বহিষ্কার হলেন নাসির
সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্হী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসিরকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ বা রাজনৈতিক সম্পর্ক না রাখতে বলা হলো। শুক্রবার (২২ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হলো।
জানতে চাইলে সদস্য বহিষ্কৃত ইসতিয়াক আহমেদ নাসির ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেই ফুটবল খেলায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে একাধিকবার বহিষ্কার হওয়া নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন উপস্থিত ছিলেন। আমার বক্তব্যে কেন উনার নাম নিয়েছি সেটাকে বিবেচনায় নিয়ে আমাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। আমি কারণ দর্শানো নোটিশের জবাব দিতে যখন প্রস্তুতি নিচ্ছি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এখন জেনেছি যে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এমএইচ/এসএন