দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই: হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। অন্য কোন বিকল্প নাই। ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন শেষে এটাই প্রমাণ হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, চতুর্থ ধাপের নির্বাচনের পর দেখা যাচ্ছে যারা বিজয়ী হয়েছেন তাদের পরের অবস্থান হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহীদের। অর্থাৎ যারা দলীয় মনোনয়ন পায়নি, এরপরও আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন, নির্বাচন করেছেন, তারাও ব্যাপক সংখ্যক বিজয়ী হয়েছে।
তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও তারাও স্বতন্ত্র নির্বাচন করেছে। বিএনপি ঘরণার প্রার্থীদের জয়লাভের সংখ্যা হাতেগোনা কয়েকজন। জাতীয় পার্টির ক্ষেত্রেও সেটি আরও কম। এতে প্রমাণিত হয় দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। অন্যকোন বিকল্প নাই।
হাছান মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্তত সেটিই উঠে এসেছে যে, আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ প্রার্থীদের, নৌকা প্রতীকের পরের অবস্থান যারা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত তাদের।
এতে বুঝা যায় আওয়ামী লীগের জনপ্রিয়তা কোনভাইবেই কমেনি, বরং, বেড়েছে, যোগ করেন তিনি।
এনএইচবি