খালেদার কিছু হলে তার চিকিৎসকরাই দায়ী থাকবেন: তথ্যমন্ত্রী
ব্যক্তিগত ব্যবস্থাপনায় চিকিৎসা হওয়ায় খালেদা জিয়ার কিছু হলে তার চিকিৎসকরাই দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়াকে নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের তত্ত্বাবধানে নয় তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেভাবে চাচ্ছে, তাদের ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে। অর্থাৎ দেশের অভ্যন্তরে তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও।’
তিনি আরও বলেন, ‘যেহেতু বিএনপি তত্ত্বাবধানে তার সব চিকিৎসা হচ্ছে, এখন যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো হানি হয়, সেজন্য তো বিএনপি এবং তার চিকিৎসার দায়িত্বে যারা আছেন তারাই দায়ী থাকবেন।’
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে বিদেশ পাঠানো নিয়ে আইনমন্ত্রী আগেও ব্যাখ্যা দিয়েছেন। আইনগতভাবে তাকে যে বিদেশ পাঠানো যায় না, সেটি নতুনভাবে আর বলার দরকার নেই।’
এনএইচবি/এসএ/