যোগ না দেওয়ার সিদ্ধান্ত
সংলাপের অর্থ খুঁজে পাচ্ছে না সিপিবি
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে সংলাপ শুরু করেছেন তার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ কারণে দলটি রাষ্ট্রপতির সংলাপে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ঢাকাপ্রকাশকে বলেছেন, ‘আমরা তো আমাদের প্রস্তাব গত বার দিয়েছি, নতুন করে আর কি সংলাপ করব। আর নাম দিয়েই বা কি হবে? তিনি তো আমাদের কথা শুনবেন না। গতবার আমাদের বক্তব্য দিয়ে এসেছি। তা রেকর্ড করা আছে। এটার জন্য নতুন করে আবার যাওয়ার প্রয়োজন নেই। আমরা না গেলেও তিনি জানতে পারবেন।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তো আমাদের পরামর্শ মানবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আমাদের সংবিধানে আছে আইনের বিধান মেনে নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে। তিনি যদি জাতীয় সংসদের নিকট একটা জরুরি বার্তা পাঠান এক মাসের ভেতর একটা আইন তৈরি করে আমার (রাষ্ট্রপতি) স্বাক্ষরের জন্য আপনারা পাঠান। তাহলে আইন হয়ে গেল এবং সেই আইনের বিধান মোতাবেক নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া যাবে।’
সংলাপের জন্য বঙ্গভবন থেকে চিঠি পাঠালেও সিপিবি যাচ্ছে না সেটা পরিস্কার জানিয়ে দিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সংলাপে না যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তো এর আগেও সংলাপ করে এসেছি। পরে দেখা গেল তিনি (রাষ্ট্রপতি) এমন একজন লোককে নিয়োগ দিলেন যিনি ৩০ তারিখের ভোট ২৯ তারিখ করে ফেললেন। এটা তো রাষ্ট্রপতির অজানা না। নিশ্চয়ই তিনি এর জন্য দুঃখিত হবেন। এটার জন্য নতুন করে আলাপ করার কোনো প্রয়োজন নেই।’
দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ পর্যন্ত জাতীয় পার্টি ও জাসদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি’র সঙ্গে সংলাপের নির্ধারিত তারিখ ছিল ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টা।
এসএম/এসআইএইচ/এপি/