নৌ-পরিবহন কর্তৃপক্ষের গাফিলতি অপরাধের পর্যায়ে উপনীত হয়েছে : জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বরগুনাগামী লঞ্চে অগ্নিদুর্ঘটনায় অনেক যাত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নৌপথে একের পর এক লঞ্চ দুর্ঘটনায় অসংখ্য মানুষের করুণ মৃত্যুর ঘটনা ঘটে চলার পরও নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ত ভূমিকা শুধু দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতিই নয় এখন তা অপরাধের পর্যায়ে উপনীত হয়েছে।’
তারা যাত্রীবাহী লঞ্চগুলো পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল করার দাবি জানান।
ঢাকা থেকে বরগুনাগামী ‘অভিযান-১০’ লঞ্চটি বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রায় চারশ যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে যায়। ঝালকাঠির গাবখানের কাছাকাছি সুগন্ধা নদীতে থাকা অবস্থায় রাত ৩টার পর লঞ্চে আগুন ধরে যায়। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
এপি/
