এক সাথে জোটে যুগপৎ আন্দোলন হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এক সাথে এক জোটে যুগপৎ আন্দোলন শুরু করা হবে। পরবর্তীতে আন্দোলনের ধারা অনুযায়ী আন্দোলনের প্রকৃতি বদলাতে পারে। আমরা যুগপৎ আন্দোলন শুরু করতে চাচ্ছি এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু।এই বিষয়ে উভয় দল একমত হয়েছি।' মঙ্গলবার (৭ জুন) রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মুসলিম লীগের সঙ্গে সংলাপ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ও তাদের দু:শাসনকে পরিবর্তনে আন্দোলন করতে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছি। সেই কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে আমরা পাঁচটি দলের সঙ্গে কথা বলেছি আজ ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপ করেছি। আমরা একমত হয়েছি ফ্যাসিস্ট ও অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সম্পূর্ণ জনগণের নতুন সরকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো। একই সঙ্গে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনে নতুন করে সংসদ গঠনের জন্য একসঙ্গে কাজ করব।'
বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, নিরাপত্তাহীনতা ও দুঃশাসন কে প্রতিহত করতে না পারলে দেশের শান্তি, ভোটাধিকার, ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমরা বিএনপির নেতৃত্বে আছি এবং থাকবো। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনে দল-মত নির্বিশেষে সবাইকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
এএজেড