৫ জেলায় বিএনপির সমাবেশ, হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ

সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি।
প্রথম দিন বুধবার (২২ ডিসেম্বর) পাঁচ জেলায় সমাবেশ করছে দলটি। জেলাগুলো হলো টাঙ্গাইল, যশোর, বগুড়া, দিনাজপুর ও হবিগঞ্জ। কেন্দ্রীয় নেতারা এ সব সমাবেশে যোগ দিচ্ছেন।
হবিগঞ্জে সমাবেশ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের প্রধান সড়কে মঞ্চ স্থাপন করে সমাবেশ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে শহর রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে। ফলে বেলা ২টায় সমাবেশ শুরু হয়নি। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক হবিগঞ্জ পৌঁছেছেন। সংঘর্ষের সময় তারা স্থানীয় এক নেতার বাসায় অবস্থান করেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের সমাবেশে যোগ দেবেন।
৩০ ডিসেম্বর পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করার জন্য কেন্দ্রীয় বিএনপি থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এপি/এমএমএ/
