রাষ্ট্রপতির সংলাপের চিঠি পাইনি, পেলে সিদ্ধান্ত নেব : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করতে রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের কোনো আমন্ত্রণ এখনো পায়নি বিএনপি। আমন্ত্রণ পেলে দলটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেছেন, ‘আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
মঙ্গলবার (২১ডিসেম্বর) রাজধানীর বনানী ফ্লাইওভারের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অনলাইন সংগঠন ‘অর্পণ’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্পণের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
নতুন নির্বাচন কমিশন গঠনে গত সোমবার (২০ ডিসেম্বর) থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপ শুরু করেছেন। এই সংলাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিএনপি নেতারা। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত ওইভাবে এখনও নিইনি।’
ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সময়-সূচি চূড়ান্ত হয়েছে।
এপি/