বর্তমান সরকারকে দেশ-বিদেশে প্রত্যাখ্যান করেছে: খন্দকার মোশাররফ
এই দেশের মানুষ ও আন্তর্জাতিকভাবে বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, 'জাতীয় ও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা আজকে একা হয়ে পড়েছেন। নাহলে আজকে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ও সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয় কেন? এটি প্রমাণিত হয় শেখ হাসিনা আজকে একা হয়ে পড়েছেন। একা হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তিনি এখন সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন। ফলে এই সরকার ও সরকারপ্রধান পাগলামি করছে, সন্ত্রাস করছে। ছাত্রদলের নেতাকর্মীদের উপর এই ভাবে নিষ্ঠুর আক্রমণ কোন সুস্থ মস্তিস্কের ব্যক্তির পক্ষে সম্ভব নয়। যারা পরামর্শ দিচ্ছেন আমরা জানি তারা একা হয়ে পড়েছেন, যেকোনো সময় তারা বিদায় হবে। যেকোনো সময় নিদারুণ পথে তাদের পতন হবে। তাদের মাথা ঠিক নেই।'
রবিবার (২৯ মে) ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
সরকার হটাতে দলীয় নেতা-কর্মীদেরকে ধাক্কা দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'এই সরকার অত্যন্ত দুর্বল দরকার একটা ধাক্কা। আর সেই ধাক্কা দিতে হবে রাজপথে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ফয়সালা হবে রাজপথে। আজকের সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছে। ধাক্কা দিয়ে সরকারকে হটিয়ে এই সংসদ বাতিল করে, আমাদের নেত্রীকে পূর্ণ মুক্তি করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে দেশে ফিরিয়ে এনে-নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।'
তিনি বলেন, '৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ অনেক কিছু করেছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, রক্ষীবাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের কে হত্যা করেছে। তাদের লুটপাটের কারণে ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে।'
খন্দকার মোশাররফ বলেন, 'বাংলাদেশে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান ছিল কিন্তু এদেশের মানুষ অত্যন্ত অসাম্প্রদায়িক ভুল ব্যাখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়ে ছিল। একটি দেশকে খুশি করবার জন্য এবং ব্যাখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান সেটা বাতিল করে আল্লাহর উপর বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার মর্যাদা নিশ্চিত করেছেন। কারণ ধর্মের ব্যাপারে যদি তিনি কোন ধর্ম বিশ্বাস করে তাহলে নিরপেক্ষ হতে পারেন না। একজন হিন্দু যদি সে ধর্মে বিশ্বাস করে তাহলে সে মন্দিরে যাবে মসজিদে যাবে না। একজন মুসলমান মসজিদে মন্দিরে যাবে না।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের এজেন্ট। এরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আজকে গণতন্ত্র- ভোটাধিকার- মানুষের মৌলিক অধিকার নাই। জনগণ নিষ্পেষিত। আওয়ামী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না। ব্যাংক লুট হয়ে যায়, রিজার্ভ লুট হয়ে যায়, এর সঙ্গে জড়িত এই আওয়ামী লীগ। সালে বাংলাদেশে আজকে শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবেও প্রশ্নের সম্মুখীন। বাংলাদেশকে আজকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় না এটাকে আন্তর্জাতিকভাবে হাইব্রিড রাষ্ট্র বলা হয়। এদেশে মানবাধিকার নেই, গুম- খুন-হত্যা-হামলা মামলা বিরাজমান।'
'মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাচিত করে রাখা হয়েছে। কারণ গায়ের জোরে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় বসে আছে।'
আলোচনা সভায় বক্তব্যে রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন প্রমূখ।
এমএইচ/এএস