অতি দ্রুত আন্দোলন নিয়ে প্রস্তুত হতে পারব: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদেরকে আজকে আমি দুপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছি যে, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, দেশের মানুষের যে অধিকার গুলো হারিয়ে গেছে তাদের ভোটের অধিকার, বেঁচে থাকবার অধিকার, কাজের বিচার পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, তাদের কল্যাণের অধিকার আজকের এই ফ্যাসিস্ট সরকার অধিকারগুলো হরণ করেছে এই বিষয়গুলোকে ফিরে পাওয়ার জন্য তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি সরকার গঠন করার জন্য বৃহত্তর আন্দোলনের কথা ভেবে ইতিপূর্বে অনানুষ্ঠানিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি যুক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য এখন আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি।
মঙ্গলবার (২৪ মে) বিকাল সোয়া ৫ টা নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে এই আনুষ্ঠানিক বৈঠক এর যাত্রা শুরু করেছেন। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, 'আজকে দেশের মানুষ আশা করে আছে যে, বিরোধী রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যের মধ্যে এই সরকারের বিরুদ্ধে একটা সফল কার্যকরী আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরিবর্তন হবে সেই পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং পার্লামেন্ট গঠন হবে। সেই লক্ষ্যে আমরা কথা বলেছি। আমরা এখনও কথা বলছি অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলব। অতি দ্রুত তাদের সঙ্গে কথা আলোচনা শেষ করে আমরা আশা করছি একটা যৌথভাবে আন্দোলনের সূচনা করতে পারব। এবং আশা করি খুব শিগগিরই আমরা এই কাজটা করতে পারব।'
বিএনপি মহাসচিব বলেন, 'আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তার মূল বিষয় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। প্রধান বিষয় একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে একটা সরকার নিরপেক্ষ হবে। আলোচনা করেছি, তারপরের নির্বাচন কমিশন পরিবর্তনের মধ্য দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলগুলোকে নিয়ে একটি মতামতের ভিত্তিতে সরকার গঠন করা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন যে একটা জাতীয় সরকার গঠন করা হবে। আরেকটি প্রধান বিষয় পক্ষথেকে যা আছে তাতে উনিও (মান্না) একমত হয়েছেন, তিনি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, তার মুক্তি। শুধু আমরা নই দেশের বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে মিথ্যা মামলা, গায়েবি মামলা এবং আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি মামলাগুলো প্রত্যাহার এই যে নির্যাতন-নিপীড়ন চলছে এগুলোকে বন্ধ করা।'
মির্জা ফখরুল বলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এবং একটি কার্যকরী হয়েছে আমরা আশা করছি এই আলোচনার রেশ ধরে বাকি দলগুলোর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে। আমরা আশা করছি অতি দ্রুত একটা সত্যিকার অর্থে আন্দোলন নিয়ে জনগণের সামনে প্রস্তুত হতে পারব।'
এমএইচ/এএজেড