সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এখনো ছড়িয়ে আছে: ওবায়দুল কাদের
দেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এখনো ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেরে বাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ কেন্দীয় নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শেরে বাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন নেতা। যিনি আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও গুরু ছিলেন। বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এখনো ছড়িয়ে আছে। সেই বিষ বাষ্প থেকে জাতিকে উদ্ধার করতে পারিনি। লড়াই চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আজকের দিনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিরামহীন লড়াই চালিয়ে যাওয়ার শপথ করছি।’
শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ অপর্ণ করা করেন কেন্দ্রীয় নেতারা।
এসএম/এসএ/