সবাই বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চাচ্ছে: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূলত দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়নসহ, আগামী নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা সঙ্কটের ব্যাপারে কথা হয়েছে।
তুরস্ক কী বলে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘কী বলেছে সেটা তো বলা যাবে না, কারণ এটা তো আমাদের…।’
রবিবার (২৪ এপ্রিল) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন ।
নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে প্রশ্ন করলে বিএনপির এই নেতা বলেন, ‘সবাই বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চাচ্ছে, আসলে এই প্রেক্ষাপটে বিএনপির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত কী-সেটা জানতে চেয়েছে। বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি। বিএনপির পক্ষে আমরা পাবলিকলি যা বলেছি সেটাই সেখানে তুলে ধরেছি। এখানে লুকোচুরির কিছু নাই। আমরা সব সময় যা বলি, সেটাই বলা হয়েছে। বাংলাদেশের অবস্থা সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই। এটা সবাই জানে, এগুলো বলতে হয় না।’
এমএইচ/এমএমএ/