মহিউদ্দিন চৌধুরী একজন জনদরদী নেতা ছিলেন: বাবর
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র, প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ‘মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন’ প্রতিদিনের মত আজও শনিবার (২৩ এপ্রিল) ২১তম মাহে রমজানে চট্টগ্রাম নগরে কর্ম অক্ষম, ছিন্নমূল, অসহায় শ্রমিক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছে। রমজানের শুরু থেকে ‘মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন’ নগরীতে অসহায় মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
শনিবার বিকেলে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর পক্ষ থেকে চট্টগ্রাম নগরের নন্দনকানন, ষোলশহর ২ নাম্বার গেট, প্রবর্তক মোড়ে প্রায় ২ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তার ব্যবস্থাপনায় রোজার শুরু থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের মাঝে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন।
এই প্রসঙ্গে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, 'চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী একজন জন দরদী নেতা ছিলেন। তিনি সাধারণ মানুষদের অত্যাধিক বেশি ভালোবাসতেন। প্রতি রমজানে তিনি হাজার হাজার অসহায় মানুষের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করতেন। তাদের সাথে বসে নিজেও খেতেন।আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার কর্ম এবং আদর্শগুলো মানুষের জন্য রেখে গেছেন। যা আমাদের সকলের জন্য অনুকরণীয়। আমরা তার ক্ষুদ্র কর্মী হিসেবে, তার মানবিক গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করছি। মানুষের পাশে দাড়ানোর এবং সেবা করার চেষ্টা করছি।' মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এই কর্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে বলেও জানান হেলাল আকবর চৌধুরী।
ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছা সেবকলীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, মোহাম্মদ জাহেদ প্রমুখ।
এসএম/