মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বৃহস্পতিবার থেকে বিএনপির ৮ দিনের কর্মসূচি

ছবি : সংগৃহীত

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল ও দোয়া।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে একই স্থানে দলের ফ্রন্ট ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করেন তিনি।

এমএমএ/

 

Header Ad
Header Ad

১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

আসন্ন ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফরিদা আখতার জানান, সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩-এর আলোকে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো—সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা।

তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের আগে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যাতে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়। কমিটি তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার ১৬ মার্চ ২০২৫ প্রজ্ঞাপন জারি করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে বিগত বছরে সামুদ্রিক মাছ আহরণে প্রায় ১২.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এই সিদ্ধান্ত মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে আশা করছে সরকার।

উল্লেখ্য, এই সময়ের মধ্যে সব ধরনের মৎস্য নৌযানকে বঙ্গোপসাগরে যেকোনো ধরনের মৎস্য ও জলজপ্রাণী আহরণ থেকে বিরত থাকতে হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন

ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন কেএফসি ও বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) রেকর্ড বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং আটক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় একদল লোক নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসির শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে শিববাড়ি মোড়ে অবস্থিত বাটার শোরুমেও একইভাবে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে এসব ঘটনার চিত্র উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

ছবি: সংগৃহীত

বিএনপির সহযোগী সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিতব্য স্বাধীনতা কনসার্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

এর আগে, সোমবার দুপুরে কনসার্টের আয়োজক কমিটির একটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অন্যান্য নেতারা।

তবে কনসার্ট স্থগিতের কারণ এবং পরবর্তী তারিখ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি