শুধু বাংলাদেশে না সব দেশেই দ্রব্যমূল্য বেড়েছে: প্রধানমন্ত্রী
দ্রব্যমূল্য শুধু বাংলাদেশ না, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি মন্দা। এ কারণে সব দেশেই দ্রব্যমূল্য বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যে কারণে পৃথিবীর সব দেশে, সেই সুদূর আমেরিকা থেকে শুরু করে সব দেশেই জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়ে গেছে। আর সেই সঙ্গে এখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইউক্রেন এবং রাশিয়া। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে, সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি সারাবিশ্বে। তার কুফলটা আসছে। আমরাও তার কুফল ভোগ করছি।’
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার (৭ মার্চ) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথাগুলো বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে কিছু জিনিসের দাম হয়তো বাড়ছে, আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায় তখন তার একটা স্বাভাবিক প্রভাব পড়ে। তা ছাড়া কিছু লোক তো আছে এই সমস্ত সময়ে একটু ব্যবসা করে দুই পয়সা কামাতে চায়, করতে চায়। তবে হ্যাঁ মনিটরিং করার ব্যবস্থা করছি। তবে দেশের মানুষকে বলছি এবং আমাদের দলকে বলব খাদ্যে যেন কখনও অভাব না হয়। তার জন্য এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজের চাহিদা নিজে মেটানো চেষ্টা করবে। যদিও আমরা করতে পারি তাহলে কারো মুখাপেক্ষী থাকতে হয় না। তারপরও বলবে আজকে আর যাই হোক মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বিএনপির আমলে কতইবা ছিল? মাথাপিছু আয় বৃদ্ধি করে নিয়ে আসছি ২ হাজার ৫৯১ মার্কিন ডলারে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’
দেশবাসীর উদ্দেশে বলেন, ‘যার যতটুক জমি আছে ফসল ফলান। নিজের খাবারের ব্যবস্থা নিজে তৈরি করেন। আমাদের দলের নেতাকর্মীদের বলব যার যতটুক আছে জমিতে ফসল ফলান যে যা পারেন করেন। দেশের মানুষের যেন খাদ্যাভাব দেখা না দেয়।’
তিনি বলেন, ‘সকল উন্নয়ন পরিকল্পনা নিজেদের অর্থায়নে করতে পারছি। আগে যেখানে হাত পাততে হত সব ক্ষেত্রে, এখন আর হাত পাততে হয় না; এটা হচ্ছে বাস্তবতা। আমরা নিজেরা পারি, এটাই আমাদের একমাত্র অর্জন। যে অর্থনৈতিক মুক্তির কথা জাতির পিতা বলে গেছেন, অন্তত কিছু হলেও অর্জন করে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘যে বাংলাদেশের কথা শুনলে নাক সিটকাতো, বাংলাদেশ মানে গরীব দেশ, বাংলাদেশ মানে ঝর দুর্ভিক্ষের দেশ। আজ সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা এখন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারদর্শী। যে কোন আপদ আসলে আমরা মোকাবিলা করতে পারি। এই করোনার সময় সেটা আমরা প্রমাণ করেছি।’
অনেক ধনী দেশও বিনামূল্যে টিকা দেয় নাই, আমরা বাংলাদেশ বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছি। মানুষের কি প্রয়োজন সেটা মেটাতে পারছি। হ্যাঁ এখন দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা আসছে। তবে দ্রব্যমূল্য শুধু বাংলাদেশ না সব দেশেই ভীষণভাবে বেড়েছে, যোগ করেন তিনি।
এসএম/এমএমএ/