প্রকাশিত হলো বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ইউনেস্কোর বই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে বই প্রকাশ করেছে কোরিয়াস্থ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ (আইসিডিএইচ)। জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়টি ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ স্মারক তরুণ প্রজন্মের পাঠকদের জন্যে বইটিতে বিশেষভাবে চিত্রিত হয়েছে যার মধ্যে রয়েছে বঙ্গন্ধুর অনন্য ভাষণ।
সোমবার (৭ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে একথা জানানো হয়।
বাংলাদেশে ইউনেস্কার প্রতিনিধি বিয়াত্রিস কালডুন বলেন, ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড‘ হিসেবে স্বীকৃতি প্রাপ্তির পর আরেক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে কোরিয়াস্থ ইউনেস্কো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ সম্প্রতি প্রকাশ করেছে সচিত্র গ্রন্থ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার’।
এসডিজি লক্ষ্যমাত্রা-১০ বা বৈষম্য নিরসনের আলোকে এ ভাষণের গুরুত্ব ছবি ও বক্তব্যের মাধ্যমে গ্রন্থে উপস্থাপিত হয়েছে জানিয়ে ইউনেস্কোর প্রতিনিধি বলেন, নবীন পাঠকরা বইটি কীভাবে ব্যবহার করবে সেই নির্দেশিকাও রয়েছে গ্রন্থে। বাংলাদশের আধুনিক ইতিহাসের সূচনা বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমেই হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
আইসিডিএইচের এ গ্রন্থ সম্পাদনা করেছেন দক্ষিণ কোরিয়ার আনজি কিম। গ্রন্থ প্রণয়নে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকা স্বীকৃত হয়েছে এবং অন্যতম সহসম্পাদক হিসেবে কাজ করেছেন ট্রাস্টি মফিদুল হক।
প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. সারওয়ার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, আইসিডিএইচের পক্ষে সিউং চিউল লি, বইটির সম্পাদক আনজি কিম এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি বিয়াত্রিস কালডুন প্রমুখ।
বক্তারা বলেন, ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার’ দেশ-বিদেশের নবীন পাঠকদের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুন আলোকে মেলে ধরবে এটা নিঃসন্দেহে বলা যায়।
প্রকাশনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনেস্কো প্রতিনিধি বিয়াত্রিস কালডুন।
আরইউ/এসএন