বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বিশ্ব মানবাধিকার দিবস

রোহিঙ্গা ইস্যুতে মানবিক বাংলাদেশ, কিছু ক্ষেত্রে লঙ্ঘন

ছবি : সংগৃহীত

 

১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ব পরিমণ্ডলে এক মানবিক বাংলাদেশের ভাবমূর্তি তৈরি হলেও অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যে সংখ্যালঘু নির্যাতন অন্যতম। এছাড়া বাক-স্বাধীনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ অবস্থায় আজ ১০ ডিসেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।

১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি পালিত হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের বিশ্ব মানবাধিকার প্রতিবেদন-২০২১ এর বাংলাদেশ চ্যাপ্টারে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কর্তৃত্ববাদী দমন-পীড়ন, সমালোচকদের গ্রেপ্তার ও মিডিয়া সেন্সরশিপ দ্বিগুণ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার নাটকীয়ভাবে বেড়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর দায়মুক্তি ছিল লক্ষণীয়।

পাশাপাশি ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং তাদের বলপূর্বক ফেরত যেতে বাধ্য না করা আসলে আন্তর্জাতিক আাইনের প্রতি বাংলাদেশের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। রোহিঙ্গা ক্যাম্পে ইন্টারনেট সংযোগ দেওয়ার মাধ্যমে শিক্ষার পরিবেশ তৈরি করার বিষয়টিও প্রশংসা করা হয়েছে প্রতিবেদনে।

তবে কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে পুজামণ্ডপে হামলা এবং রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনা মানবাধিকার ইস্যুতে সরকারকে বেকায়দায় ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কুমিল্লার মন্দিরে কোরআন অবমাননা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে কয়েকটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। যদিও সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্ভাব্য দায়ীদের বিচার চলমান রয়েছে। কুমিল্লার ঘটনার সূত্র ধরে রংপুরে হিন্দুপল্লীতেও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।

জানতে চাইলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ঢাকাপ্রকাশকে বলেন, মানবাধিকার রক্ষার বিষয়টি ধর্মীয় ক্ষেত্রে সামাজিকভাবে বৈষম্যের শিকার। ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে যদি ধনী-গরীবের বৈষম্য দূর করা যায় তাহলেই কেবল মানবাধিকার পরিস্থিতির উন্নতি করা যাবে।

সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আইন ও সালিস কেন্দ্রের (আসক) সাধারণ সম্পাদক নূর খান ঢাকাপ্রকাশকে বলেন, এক কথায় বলতে গেলে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিষয়টি খুব হতাশাজনক।

মানবাধিকার পরিস্থিতি এ যাবৎকালে কোনো সুখবর আনতে পারেনি দাবি করে নূর খান বলেন, ‘যদি বলেন গুমের ঘটনা, আমরা দেখছি এটি চলমান। ক্রসফায়ার বা বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের যে বিষয়টি কিছুটা স্তিমিত হয়েছিল মেজর সাহেবের হত্যাকাণ্ডের পর। কিন্তু সেটি এখন বরং আরও বেগবান হয়েছে।’

সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, ভূমি থেকে উচ্ছেদ এগুলো বহমান, চলমান অভিযোগ করে নূর খান বলেন, ‘বরং আগে যে প্রতিবাদের একটি বিষয় ছিল, সেটিও এখন দুর্বল হয়েছে।’

বিরোধীমত এবং বিরোধীদলকে দমন করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে আসকের সাধারণ সম্পাদক বলেন, ‘বিবেকের যে স্বাধীনতা, চিন্তার যে স্বাধীনতা সেটিকেও ধংস করা হচ্ছে। বাক-স্বাধীনতার ক্ষেত্রেও এমনভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে প্রয়োগ করা হচ্ছে যে সেটি আর এখন সমন্নুত বলা যাবে না। বরং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সাংবাদিক, মানবাধিকার কর্মী, লেখক, শিক্ষক, কিশোর যে কেউ কথা বলতে চাইলে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। এমনকি নারীও এর থেকে রেহাই পাচ্ছে না।’

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মানবিক ভাবমূর্তি গড়লেও ক্যাম্পগুলোতে ঝুঁকি বাড়ছে উল্লেখ করে নূর খান বলেন, ‘ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে। আমাদের নীতিনির্ধারকরা এ বিষয়ে পরিস্কার করে কোনো নীতি জানাচ্ছেন না।’

এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে নূর খান বলছেন, ‘মানবাধিকার পরিস্থিতির উন্নতির সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি করা। কিন্তু আমাদের এখানে এখনও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়নি। জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই কেবল মানবাধিকার পরিস্থিতির উন্নতি হতে পারে।’

আরইউ/এনএইচ/এএন

Header Ad
Header Ad

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।

Header Ad
Header Ad

রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি অঞ্চলের নানা জাতের আনারস চাষ ও রাসায়নিক ব্যবহার। ছবি : ঢাকাপ্রকাশ

পবিত্র মাহে রমজানে টাঙ্গাইলের মধুপুরের ‘জিআই’ পণ্য আনারসের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে হাট-বাজারে যেসব আনারস পাওয়া যাচ্ছে, তার অধিকাংশই জলডুগি জাতের। তবে চাষিরা ন্যায্যমূল্য না পেলেও পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বেশি দামে আনারস বিক্রি করছেন, এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।

অপরদিকে, দ্রুত লাভের আশায় কৃষকরা ব্যাপক হারে রাসায়নিক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে একদিকে যেমন আনারস দ্রুত বড় ও পাকছে, অন্যদিকে এর স্বাদ, গুণগতমান এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মধুপুর উপজেলার বিভিন্ন বাগানে প্রানোফিক্স, সুপারফিক্স, রাইপেন, ইথোফন, জিব্রেলিক এসিডসহ নানা রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে, ৬০ পাতা হওয়ার আগেই কৃত্রিমভাবে ফল ধরানোর জন্য রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে।

এক চাষি আক্কাস আলী বলেন, “প্রাকৃতিকভাবে আনারস একসঙ্গে পাকে না, কিন্তু রাসায়নিক ব্যবহার করলে সব আনারস একসঙ্গে পেকে যায়। এ কারণে শিয়াল, বানর, টগা, কটাবানরও এখন আর আনারস খায় না। মানুষও খাওয়া কমিয়ে দিয়েছে, তবে দেশের বাজারে ঠিকই বিক্রি হচ্ছে।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

একজন ব্যবসায়ী আব্দুল বারেক জানান, “রমজানের আগে বাগান কিনে নেই। কিন্তু ক্রেতারা বড় ও উজ্জ্বল রঙের আনারস চান, তাই রাসায়নিক ব্যবহার করতে বাধ্য হই। এতে লাভও বেশি হয়।”

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কৃষিবিদ আব্দুল লতিফ তালুকদার বলেন, “এভাবে রাসায়নিক ব্যবহারে মানবদেহে নানা জটিল রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। তাই অসময়ে রাসায়নিক মিশ্রিত আনারস না খাওয়াই ভালো।”

তিনি আরও বলেন, “টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আনারস ‘জিআই’ পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগকে আরও কঠোর মনিটরিং করতে হবে, যাতে চাষিরা রাসায়নিকের অপব্যবহার না করেন।”

মধুপুর উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা জানান, “মধুপুরের আনারস সুস্বাদু ও রসালো। কিন্তু অনেকে দ্রুত পাকানোর জন্য রাসায়নিক ব্যবহার করছেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। আমরা কৃষকদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন ওষুধের দোকানও মনিটরিং করছি।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

রমজানে আনারসের চাহিদা বাড়লেও অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে এর গুণগতমান ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি মনিটরিং বৃদ্ধি এবং চাষিদের সচেতনতা বাড়ানো না গেলে আনারসের ঐতিহ্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

Header Ad
Header Ad

সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

কিয়ারা আদভানি, বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। বর্তমানে নিজের ক্যারিয়ারের সোনালি সময় কাটাচ্ছেন। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি এক আনন্দের খবর শেয়ার করেছেন যে, তিনি মা হতে যাচ্ছেন এবং অন্তঃস্বত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে তার ভক্তদের জন্য একটি দুঃসংবাদও এসেছে। বলিউডের অন্যতম অপেক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা আদভানি। যদিও তিনি বর্তমানে ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’ সিনেমার কাজ করছেন, যা তিনি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। তবে, কিয়ারা বা ‘ডন ৩’-এর নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

গত বছর এক্সেল এন্টারটেইনমেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিল যে কিয়ারা ‘ডন ৩’-তে অভিনয় করবেন। সেখানে লেখা হয়েছিল, “ডন ইউনিভার্সে স্বাগতম কিয়ারা আদভানি।” তবে তার মা হওয়ার ঘোষণার পরেই এই সিদ্ধান্ত আসে।

কিয়ারা এবং সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি তাদের সন্তান আসার সুখবরটি এক যৌথ পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন। পোস্টে ছোট মোজার ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল, “আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে।”

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

বর্তমানে কিয়ারা ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন। এছাড়া তিনি ‘টক্সিক’ সিনেমাতেও কাজ করছেন। তার পাশাপাশি ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’ সিনেমায় অভিনয়ের কথাও শোনা যাচ্ছে, এবং এই দুটি সিনেমা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি
সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা
অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্সকে নাহিদ ইসলাম
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু
মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে সেহরি বিতরণ
পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, কর্মচারী মোস্তফার জামিন
পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে: আইজিপি