কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুরাদ
চলচ্চিত্র নায়িকার সাথে ফোন আলাপ ফাঁস হয়ে পদ হারানো ডা. মুরাদ হাসান ছুটেছেন কানাডার উদ্দেশ্যে। বিদ্বেষমূলক ও অশ্লীল বক্তব্যের জন্য মুরাদ হাসানের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্ত করছে পুলিশের সাইবার ইউনিট। সেই তদন্ত শেষ হওয়ার আগেই তিনি দেশ ছাড়লেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানোর দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাত ৯টায় মুরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধা'য় অবস্থান করেন। পরে ইমিগ্রেশন শেষে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮৫৮৫ ফ্লাইটে তিনি কানাডার উদ্দেশে রওনা হন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
ফ্লাইটটি রাত ১১টা ২০ মিনিটে ঢাকা ত্যাগের কথা থাকলেও ফ্লাইট ছাড়ে রাত ১টা ২১ মিনিটে। একই ফ্লাইটের অন্যান্য যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় ফ্লাইটটি দেরিতে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে শুক্রবার (১০ ডিসেম্বর) মুরাদের নামে আরও কয়েকটি কানাডার ফ্লাইটে বুকিং দেওয়া রয়েছে। দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তার কোনো সফরসঙ্গী ছিলেন না। বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে সাত নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কানাডার বেগমপাড়ায় অবস্থান নিতে পারেন মুরাদ। এবং পরে তার পরিবারের অন্য সদস্যরাও সেখানে যাবেন। বেগমপাড়া কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশী অভিবাসীদের জন্য বিলাসবহুল আবাসিক অঞ্চল। বাংলাদেশের বৈদেশিক মন্ত্রণালয় বেগমপাড়ার সঙ্গে অর্থ পাচারকারীদের সংযোগ খুঁজে পেয়েছে। বেগমপাড়ায়, বাংলাদেশী ধন্যাঢ্য ব্যক্তিদের স্ত্রীরা স্বামীদের দ্বারা প্রেরিত অবৈধ অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন।
তবে বৃহস্পতিবার মুরাদ হাসান দেশ ত্যাগ করছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তিনি বিদেশ যাবেন না-কি স্বদেশে থাকবেন, সেটি তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।
ডা. মুরাদ হাসান সম্প্রতি দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন ও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার পক্ষে জোরালো বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনী সম্পর্কে অশালীন মন্তব্য, চিত্রনায়িকা মাহিকে অনৈতিক চাপ ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। রাতে সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকেও বহিস্কার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এ প্রেক্ষিতে সংসদ সদস্যের পদও হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অশালীন বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করছেন পুলিশের সাইবার ইউনিট। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হতে পারে।
এনএইচ/এএস