বিমানবন্দরে মুরাদ, আছেন ভিআইপি লাউঞ্জে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানোর একদিন পর ডা. মুরাদ হাসান বিমানবন্দরে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, রাত সাড়ে ৮টায় মুরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৮৫৮৫) ফ্লাইটে তার কানাডার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
তবে বৃহস্পতিবার মুরাদ হাসান দেশ ত্যাগ করছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তিনি বিদেশ যাবেন না-কি স্বদেশে থাকবেন, সেটি তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।
ডা. মুরাদ হাসান সম্প্রতি দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন ও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার পক্ষে জোরালো বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনী সম্পর্কে অশালীন মন্তব্য, চিত্রনায়িকা মাহিকে অনৈতিক চাপ ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। রাতে সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকেও বহিস্কার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এ প্রেক্ষিতে সংসদ সদস্যের পদও হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অশালীন বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করছেন পুলিশের সাইবার ইউনিট। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হতে পারে।
এনএইচ/এমএ/এএস/এএন