বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য সীমা কেরমানির ক্ষমা প্রার্থনা

পাকিস্তানের নারী অধিকার ও শান্তিকর্মী সীমা কেরমানি বলেছেন, ‘পাকিস্তানের নারীদের পক্ষে আমরা ১৯৭১-এর গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করছি। পাকিস্তানের উচিত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে গণহত্যা, নারী নির্যাতন ও যুদ্ধাপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে এক অনলাইন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে কমিটি। এতে ১৪টি দেশের ১৯ জন গণহত্যার ভুক্তভোগী, গণহত্যা বিষয়ক গবেষক, আইনপ্রণেতা, মানবাধিকার ও শান্তিকর্মী আলোচনায় অংশগ্রহণ করেন।

সম্মেলনে পাকিস্তানের ‘তেহরিক-ই-নিশওয়ান’-এর সভাপতি ধ্রুপদী নৃত্যশিল্পী সীমা কেরমানি বলেন ‘হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বাংলাদেশে গণহত্যাকারী পাকিস্তানি সমরনায়কদের চিহ্নিত এবং বিচারের কথা বলা হয়েছে। পাকিস্তানের ধর্মীয় সাম্রাজ্যবাদী নীতির কারণে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং গণহত্যায় এত বিপুলসংখ্যক বাঙালি নিহত হয়। পাকিস্তানের সেই নীতি এখনও অব্যাহত যা আমরা প্রত্যক্ষ করছি বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের অমুসলিম জনগোষ্ঠীর অধিকারহরণ, বিভিন্ন জনগোষ্ঠীর ওপর দমনপীড়ন ও নির্যাতনের মাধ্যমে। পাকিস্তানের পাঠ্যবইতে ভিন্ন ধর্মের মানুষদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রয়েছে-আমরা তার নিন্দা করি।’

সম্মেলনের শুরুতে সভাপতি শাহরিয়ার কবির জানান, ‘এই সম্মেলন আজ ব্রাসেলস-এ ইউরোপীয় পার্লামেন্টের সামনে হওয়ার কথা ছিল। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর করোনা মহামারীর আকস্মিক বিস্তারের কারণে প্রকাশ্য সমাবেশ নিষিদ্ধ ঘোষিত হওয়ায় অনলাইনে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।’ এরপর সম্মেলনের পক্ষ থেকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টকে যে স্মারকপত্র দেয়া হবে সেটি তিনি উত্থাপন করেন, যেখানে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, বিশ্বব্যাপী চলমান গণহত্যার নিন্দা এবং মায়ানমারে গণহত্যার ভিকটিম বাংলাদেশের আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনে ইউরোপীয় পার্লামেন্টের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। সম্মেলনে ১৪টি দেশের নাগরিক সমাজের নেতৃবৃন্দ এই স্মারকপত্র গ্রহণে সর্বসম্মত মত প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য পর্তুগালের রাজনীতিবিদ ও মানবাধিকার নেতা পাওলো কাসাকা, যুক্তরাষ্ট্রের ‘জেনোসাইড ওয়াচ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক গ্রেগরি এইচ. স্ট্যান্টন, বার্মায় রোহিঙ্গা গণহত্যা তদন্তে নাগরিক কমিশন-এর সদস্য মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বৃটিশ মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস, পাকিস্তানের নারী অধিকার ও শান্তি কর্মী, ‘তেহরিক-ই-নিশওয়ান’-এর সভাপতি ধ্রুপদী নৃত্যশিল্পী সীমা কেরমানি, সুইডেনের ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-এর মানবাধিকার নেত্রী এ্যাটর্নি মোনা স্ট্রিন্ডবার্গ, যুক্তরাজ্যের ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস-এর সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা লাকুমাল লুহানা, পোল্যান্ডের মানবাধিকার কর্মী, ‘নেভার এগেইন’-এর নেতা নাটালিয়া সিনায়েভা পাঙ্কোভস্কা, তুরস্কের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটি-এর সভাপতি লেখক চলচ্চিত্রনির্মাতা ফেরহাত আতিক, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধি পশতুন নেতা ফ্রান্সের ফজল-উর রেহমান আফ্রিদি, উইঘুর গণহত্যার ভুক্তভোগী উজবেকিস্তানের সাংবাদিক সাবো কসিমোভা, পোল্যান্ডে নির্বাসিত আফগান মানবাধিকার নেতা সবুর শাহ দাউদজাই, অস্ট্রেলিয়ার আফগান মানবাধিকার কর্মী অ্যার্টনি কোবরা মোরাদি, যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানি নারী অধিকার কর্মী সাংবাদিক বানাফসে যানদ, ভারতীয় লেখক, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার। সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্মূল কমিটির বেলজিয়াম শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার নেত্রী আনার চৌধুরী।

এমএ/এএস

Header Ad
Header Ad

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  

ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার। বেলা ১২টার দিকে তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।

ছয় দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে।

তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

 

Header Ad
Header Ad

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে বক্তব্য রাখতে যাচ্ছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে।"

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয়েছে, "যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।"

এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর