মুরাদের বিদেশে যাওয়া নিয়ে কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পদ হারানোর পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেশত্যাগের গুঞ্জন উঠেছে। তবে মুরাদের বিদেশে যাওয়া নিয়ে কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। তিনি বিদেশ যাবেন না-কি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’
যদিও গুঞ্জন উঠেছে, ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কানাডায় যাওয়ার জন্য টিকেট কেটেছেন বলে একটি এয়ারলায়েন্সের বরাত দিয়ে খবরও প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। এ নিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘এ বিষয়ে আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদালত যদি কোনো নির্দেশনা দেন, তাহলে সেটি পালন করা হবে। আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।’
এনএইচ/এএন