ভারতের সঙ্গে বন্ধুত্ব চিরস্থায়ী থাকা উচিত: মোজাম্মেল হক
ভারতের সঙ্গে বন্ধুত্ব চিরস্থায়ী থাকা উচিত মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কে বন্ধু কে শত্রু তা যথাযথভাবে অনুধাবন করতে হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর উপলক্ষ্যে সম্প্রীতির বাংলাদেশ নামে একটি সংগঠনের আয়োজনে ‘মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ভারত আমাদের এমন প্রতিবেশী, যেখানে আমাদের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে ভারত।
স্বামী-স্ত্রী চাইলেও বিচ্ছিন্ন হতে পারে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, কিন্তু প্রতিবেশীর সঙ্গে কখনও সেপারেশন সম্ভব নয়। আমি নানা সময়ে এই উদাহরণটি দিয়ে থাকি।
আমাদের সঠিক ইতিহাস, যা সত্য তা উপলব্ধি করতে হবে মন্তব্য করে আ ক ম মোজাম্মেল হক বলেন, কে বন্ধু কে শত্রু তা যথাযথভাবে অনুধাবন করতে হবে। আমরা যদি কৃতজ্ঞ হই, তাহলে ভারতের সঙ্গে বন্ধুত্ব চিরস্থায়ী থাকা উচিত।
আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।