ভল্ট ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১
একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভল্ট ভেঙে ৩৫ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনায় মো. রাসেল নামের ওই প্রতিষ্ঠানেরই সদ্য চাকুরিচুত্য হওয়া এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি যাওয়া টাকার মধ্যে ৩১ লাখ ৫০ হাজার উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব তথ্য জানায় কাফরুল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার (৬ ডিসেম্বর) হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রিজের কার্যালয়ের ভল্ট ভেঙে ৩৫ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ওই রাতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় রাসেলকে বুধবার (৮ ডিসেম্বর) রাতে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রাসেলের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন, রাসেল হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রিজে চাকরি করতেন। সম্প্রতী তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি ওই প্রতিষ্ঠানে ঢুকে ভল্ট ভেঙে ৩৫ লাখ ৭০ হাজার টাকা চুরি করে গাইবান্ধা চলে যান। সেখানে তার কিছু ঋণ ছিল, যা বাবদ রাসেল ৪ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন বলে জানিয়েছেন।
এনএইচ/এসএন/এমএমএ/