ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবি- প্রতীকী
রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকের ধাক্কায় নাঈম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে তেজগাঁয়ের জাহাঙ্গীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর অজ্ঞান অবস্থায় ওই মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাঈম। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর জখম হয়৷ মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এনএইচ/এসএন