এ বছর বেগম রোকেয়া পদক পেলেন যারা
ছবি : সংগৃহীত
নারী শিক্ষা ও নারী জাগরণ এবং নারীর অধিকারসহ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জন বিশিষ্ট নারীকে এ বছর বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠান পদক প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেয়া হয়।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠারে প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকারে অবদান রাখায় অর্চনা বিশ্বাস, নারীর আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখায় মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ, পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য ড. সারিয়া সুলতানা এবং নারী শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বিশেষ অবদান রাখায় অধ্যাপক ড. জিনাত হুদাকে এ বছর বেগম রোকেয়া পদকে ভূষিত করা হয়।
কেএফ/