যত্রতত্র ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা: আতিকুল ইসলাম
যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৬ দিনব্যাপী "বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব" এর অষ্টম দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।
ডিএনসিসি মেয়র বলেন, সবার ঢাকা অ্যাপস ব্যবহার করে যেকোনো নাগরিক সড়কবাতি, ময়লা-আবর্জনা, ম্যানহোলের ঢাকনা প্রভৃতি সমস্যা নিয়ে তার অভিযোগ কিংবা মতামত খুব সহজেই ডিএনসিসির নিকট উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পেয়ে যান।
ডিএনসিসি মেয়র বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে "১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" এ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
আতিকুল ইসলাম আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
আতিকুল ইসলাম বলেন, এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাইতো লোকমুখে শোনা যায়, যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসএম/এসএন