তেলের পরিবর্তে পানি, চালককে দুষছে পেট্রোবাংলা
ছবি : সংগৃহিত
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রশিদপুরে তেলের পরিবর্তে পানি ভর্তি লরি এমন অভিযোগে ফেঁসে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড।
সোমবার (২২ নভেম্বর) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উপস্থাপিত হয়।
এর আগের বৈঠকের কার্যপত্র থেকে জানা যায় সংসদীয় কমিটির বৈঠকে রশিদপুরে তেলের পরিবর্তে পানি ভর্তি লরি সম্পর্কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্ বলেন, লরির চালক রাস্তায় তেলের সঙ্গে পানি মিশিয়েছে। তদন্তে পেট্রোবাংলার প্ল্যান্টের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
‘পেট্রোবাংলা থেকে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানির লরি মালিক এসোসিয়েশনের পক্ষ থেকে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ডেলিভারি পয়েন্টে ঠিকমত ডেলিভারি না করায় ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে,' যোগ করেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের অভিযোগের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘পেট্রোবাংলা থেকে যে সকল তথ্য দেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট বলে মৌখিকভাবে জানিয়েছে। তবে এখন পর্যন্ত লিখিতভাবে কোনো চিঠি দেয়নি।’
তেলের পরিবর্তে পানি ভর্তি লরি এবং প্রকল্পটির দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের অগ্রগতি প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘রশিদপুরে ৪০০০ ব্যারেল প্রকল্পটির দুর্নীতি সম্পর্কে দুর্নীতি দমন কমিশন কমিশনের অভিযোগের পর গত ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট তথ্য কমিশনে পাঠানো হয়েছে। দুদক থেকে পরবর্তীতে আর কিছু জানানো হয়নি। তবে প্রকল্পটি ২০২১ সালের জুন থেকে পুরোদমে চালু রয়েছে এবং প্রতিদিন ৩২০০ ব্যারেল অক্টেন/পেট্রোলসহ অন্যান্য উপাদান উৎপাদন হচ্ছে।’
বৈঠকে কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করে।
বৈঠকে প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
কমিটি গণপরিবহনে কোন জ্বালানি কি পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য-উপাত্ত জানার লক্ষ্যে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আসলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএমএ/