ইমনের ফোনকে ঘিরেই সন্দেহ র্যাবের
ছবি : সংগৃহীত
চিত্রনায়ক মামনুন হাসান ইমন অভিনেত্রী মাহীয়া মাহী এবং সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ভাইরাল হওয়া অডিও ক্লিপটি কোথা থেকে এবং কীভাবে ফাঁস হল, তা খুঁজছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দীর্ঘ ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সংস্থাটির সন্দেহ ইমনের ফোন থেকেই এই অডিও ক্লিপ ফাঁস হতে পারে।
ইতিমধ্যেই ফাঁস হওয়া ফোন আলাপটি নিয়ে কাজ শুরু হয়েছে জানিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী টেলিফোন আলাপ ফাঁস করা একটি শাস্তিযোগ্য অপরাধ। সে কারণে এই ফোনালাপ কোথা থেকে আর কিভাবে লিক করা হয়েছে, সেটি খুঁজে বের করার চেষ্টা করছি। এটি নিয়ে র্যাবের সাইবার মনিটরিং সেল কাজ করছে বলেও জানান তিনি।
ফাঁস হওয়া অডিও ক্লিপটির এক প্রাপ্তে ছিলেন মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্য প্রান্তে ছিলেন পদ হারানো প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ ঘটনার পরই ইমনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উত্তরায় র্যাব সদর দপ্তরে প্রবেশ করা ইমন সেখান থেকে বের হন রাত সাড়ে ১১ টায়। এ সময়ের মধ্যে ইমনের ব্যবহৃত ফোনটি পরীক্ষা করে দেখে র্যাবের সাইবার মনিটরিং সেল। তবে সেখান থেকে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেছে কি না- সে বিষয়ে কিছু জানায়নি র্যাব।
এনএইচ/এমএমএ/