রবিবার, ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইলেন মুরাদ

 

মন্ত্রীত্ব হারানোর একদিন পর আজ বুধবার কিছুক্ষণ আগে সংসদ সদস্য মুরাদ হাসান নিজের ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কাছে মাফ চেয়েছেন।

এই  স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘‘মাননীয় প্রধানমন্ত্রী,পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।

এর আগে নিজের মন্ত্রীত্ব হারানোর পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের দেওয়া সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন মুরাদ হাসান।

ডা. মুরাদ হাসান শনিবার (৪ ডিসেম্বর) একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে অপর আলোচক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে ‘মানসিক রোগে আক্রান্ত’ বলে মন্তব্য করেন। তিনি নিজে একজন ‘চিকিৎসক হিসেবে’ পাপিয়ার 'চিকিৎসা দরকার' বলেও মন্তব্য করেন।

এর দুদিন আগে অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে খালেদা জিয়ার পরিবারের এক নারী সদস্যকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেন ডা. মুরাদ হাসান। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়েও ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

এই দুই ঘটনার পর ডা. মুরাদ হাসানের বহিস্কার চেয়ে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর)-এর মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে মনোনীত করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নির্বাহী আদেশে তিনি জানান, এটি দেশটির জাতীয় সংহতি বৃদ্ধিতে সহায়তা করবে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলিত। তবে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে দেশের অভ্যন্তরে ভাষাগত সংহতি নিশ্চিত করা প্রয়োজন। এতে আরও বলা হয়, “একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য একটি জাতীয় ভাষা থাকা জরুরি। নাগরিকদের স্বাধীনভাবে এক ভাষায় ভাব বিনিময় করা জাতীয় মূল্যবোধকে শক্তিশালী করবে এবং সমাজকে আরও সুসংহত ও দক্ষ করে তুলবে।”

ট্রাম্পের এই আদেশ ১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার একটি নির্বাহী আদেশকে রদ করেছে। ওই আদেশে ফেডারেল সংস্থা এবং ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অ-ইংরেজি ভাষাভাষীদের জন্য ভাষাগত সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, সংস্থাগুলো এখনো নমনীয়ভাবে নির্ধারণ করতে পারবে যে, তারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কতটুকু সহায়তা দেবে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৩৫০টিরও বেশি ভাষায় কথা বলা হয়। তবে আদেশে উল্লেখ করা হয়েছে, “আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার সময় থেকেই ইংরেজি জাতির ভাষা হিসেবে প্রচলিত এবং স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানসহ সব ঐতিহাসিক দলিল ইংরেজিতে রচিত হয়েছে।”

যুক্তরাষ্ট্রে ইংরেজি সংখ্যাগরিষ্ঠ ভাষা হলেও ২০১৯ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬ কোটি ৮০ লাখ মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলে। ধারণা করা হয়, এর মধ্যে ৪ কোটির বেশি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন।

ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহ থেকেই ট্রাম্প তার ডানপন্থী নীতিগুলো বাস্তবায়নে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন। তার অনেক আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। নতুন আদেশের ক্ষেত্রেও সমালোচকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের বহুভাষিক সংস্কৃতির পরিপন্থী এবং অ-ইংরেজি ভাষাভাষীদের জন্য সমস্যার কারণ হতে পারে।

Header Ad
Header Ad

সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু। ছবি: সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক এবং মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা মোট ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রোববার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, আমীর হোসেন আমুর নামে ১৫টি, তার স্ত্রী সাঈদা হকের নামে ১৩টি, মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি এবং তাদের সংশ্লিষ্ট জেরিকো কোম্পানির একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

গোপন সূত্রের বরাত দিয়ে দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তারা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনা করছেন। ফলে, অবৈধভাবে অর্জিত এসব অর্থ যাতে উত্তোলন বা স্থানান্তর করা না যায়, সে জন্যই আদালতের এই আদেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি পিছিয়ে আগামী ৮ মে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির জন্য এই নতুন দিন নির্ধারণ করেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে, আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ১৯ জানুয়ারি আবেদনকারীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছিল। এরপর ১১ ফেব্রুয়ারি আবেদনগুলো আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে এবং তার ধারাবাহিকতায় আজ পুনরায় শুনানিতে উপস্থাপন করা হয়।

সুপ্রিম কোর্টের এই শুনানির ফলাফলের ওপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত ভবিষ্যৎ আইনি সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ
সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে
লেবুর ডাবল সেঞ্চুরী
দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ
বিরামপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
দর্শনায় ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় মিললো বান্ডিল বান্ডিল টাকা
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা  
আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান  
দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি  
আজ রাতে তাপমাত্রা বাড়তে পারে  
‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার ১০    
১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন    
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন  
নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই  
খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ৩ মার্চ  
মুক্তিযোদ্ধার নাতি সেজে পুলিশে ১২ বছর চাকরি, অবশেষে গ্রেপ্তার
রোজার মাধ্যমে শুধুই আত্মিক নয়, শারীরিক অনেক রোগেরও নিরাময়  
মধ্যরাতে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, বাধা বিজিবির