প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইলেন মুরাদ
মন্ত্রীত্ব হারানোর একদিন পর আজ বুধবার কিছুক্ষণ আগে সংসদ সদস্য মুরাদ হাসান নিজের ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কাছে মাফ চেয়েছেন।
এই স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘‘মাননীয় প্রধানমন্ত্রী,পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।
এর আগে নিজের মন্ত্রীত্ব হারানোর পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের দেওয়া সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসান শনিবার (৪ ডিসেম্বর) একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে অপর আলোচক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে ‘মানসিক রোগে আক্রান্ত’ বলে মন্তব্য করেন। তিনি নিজে একজন ‘চিকিৎসক হিসেবে’ পাপিয়ার 'চিকিৎসা দরকার' বলেও মন্তব্য করেন।
এর দুদিন আগে অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে খালেদা জিয়ার পরিবারের এক নারী সদস্যকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেন ডা. মুরাদ হাসান। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়েও ‘আপত্তিকর’ মন্তব্য করেন।
এই দুই ঘটনার পর ডা. মুরাদ হাসানের বহিস্কার চেয়ে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর)-এর মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।