পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন রেখেছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সোমবার বনানী থানার এ মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দশ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দনে।
১৪ ডিসেম্বর মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য দশ নম্বর বিশেষ জজ আদালতে উঠবে বলে পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন।
পরীমনির পাশাপাশি এ মামলার বাকি দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে রয়েছেন।
গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয় । র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।
পরীমনিকে গ্রেপ্তারের পর র্যাব মুখপাত্র খন্দকার আল মঈন বলেছিলেন, চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে ‘মিনি বার’ ছিল। তিনি নিয়মিত মদ পান করতেন এবং ‘ঘরোয়া পার্টি’ আয়োজন করতেন।
পরীমনির মদ ব্যবহারের জন্য একটি লাইসেন্স পাওয়া গিয়েছিল জানালেও তিনি বলেছিলেন, “তার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে।”
