মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে প্রতিমন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে উল্লেখ করা হয় অবিলম্বে মুরাদ হাসানের পদত্যাগপত্র কার্যকর হবে।
বিভিন্ন ইস্যুতে বেফাঁস কথা বলে বিতর্কিত হন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তাকে গতকাল পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার কথা জানান।
চট্টগ্রামে অবস্থানরত মুরাদ হাসান সোমবার রাতে এ খবর পেয়ে মঙ্গলবার ভোরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। মঙ্গলবার দুপুরে মুরাদ হাসান একটি পদত্যাগপত্র তার দপ্তরে পাঠান। কিন্তু সেটিতে ভুল থাকায় এবং স্ক্যান করা থাকায় পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া যায়নি। পরে মুরাদ হাসান আরেকটি পদত্যাগপত্র তার দপ্তরে পাঠান। বিকেল পৌনে তিনটার দিকে মুরাদ হাসানের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে যান এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে জমা দিয়ে আসেন।
এরপর পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি অনুমোদন দিলে রাতে মুরাদ হাসান এর পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিভাগ।
এনবি/এএস