মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স  

ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

৭ বছর পর চুরির মামলায় কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই সাংবাদিক আসামি

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক এবং নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে সাত বছর দুই মাস পর দোকানে চুরি ও লুটপাটের ঘটনায় দুই সাংবাদিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ।

মামলায় কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। আসামি দুই সাংবাদিক হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক এবং নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।

মামলার বাদী মাহফুজার রহমান অভিযোগ করেন, ২০১৭ সালের ১২ ডিসেম্বর যুবলীগ নেতার নেতৃত্বে আসামিরা তার দোকানে চাঁদা দাবি করতে গিয়ে মারধর ও লুটপাট করেন। এতে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়।

যদিও দুই সাংবাদিক কোনও দলের সঙ্গে জড়িত নন, তবু তাদের সাংগঠনিক পরিচয় উল্লেখ করার বিষয়ে জানতে চাইলে বাদী কোনও স্পষ্ট জবাব দেননি।

তবে সাংবাদিক আব্দুল খালেক ফারুক ও হুমায়ুন কবির সূর্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, তারা কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, দুই সাংবাদিকই পেশাদার এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আরও জানান, এই ধরনের মামলায় সাংবাদিকদের ভয় দেখিয়ে স্বাধীন সংবাদ প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, মামলা হয়েছে এবং নিয়ম অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।

এদিকে, মামলার এজাহারে দুই সাংবাদিকের পরিচয় গোপন করে তাদের রাজনৈতিক সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, তাদের ওই সংগঠনের সঙ্গে কোনো সংযোগ নেই। কুড়িগ্রাম জেলা যুবলীগের একাধিক দায়িত্বশীল সূত্রও নিশ্চিত করেছে যে, আব্দুল খালেক ফারুক যুবলীগের কোনো পর্যায়ে যুক্ত ছিলেন না।

এর আগে, কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী হত্যার অভিযোগে করা মামলায়ও তিন সাংবাদিককে আসামি করা হয়েছিল। সাংবাদিক মহলে এটি পেশাগত স্বাধীনতার ওপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

আদানিকে চুক্তির ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ

আদানি পাওয়ারের মালিক ভারতীয় ধনকুবের গৌতম আদানি। ছবি: সংগৃহীত

ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই সরবরাহ করতে বলেছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম রয়টার্সকে বলেন, গত মাসেরও বেশি সময় ধরে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করছে। এ জন্য সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করতে আহ্বান জানানো হয়েছে গ্রুপটির প্রতি।

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের চুক্তি করেন। ওই চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছিল, বকেয়া বিল বাকি থাকা এবং শীতকালে বিদ্যুৎচাহিদা কম থাকায় তারা বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী আদানি তাদের দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছিল, তবে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে ইউনিটটি পুনরায় চালু করা যায়নি বলে আমরা জানতে পেরেছি।’

বিপিডিবির এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, বিপিডিবি প্রতি মাসে আদানি পাওয়ারকে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছে এবং বকেয়া কমানোর চেষ্টা করছে। আদানির সঙ্গে আর কোনো সমস্য নেই।

গত ডিসেম্বরে আদানি জানিয়েছিল, বিপিডিবির কাছে তাদের ৯০০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। তবে বিপিডিবির চেয়ারম্যান বলেছিলেন, আদানির কাছে বকেয়া বিলের পরিমাণ ৬৫০ মিলিয়ন ডলারের মতো।

আওয়ামী লীগ সরকারের আমলে হাওয়া এই চুক্তি নিয়ে বিতর্ক ওঠে সরকার পতনের পর। বিশ্লেষকেরা বলছেন, চুক্তিতে যেভাবে মূল্য নির্ধারণের কথা বলা হয়েছে, তা ত্রুটিপূর্ণ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী বিদ্যুতের দাম নির্ধারিত হয় দুটি সূচকের গড়ের ভিত্তিতে, যা অন্যান্য ভারতীয় বিদ্যুৎ সরবরাহের তুলনায় বাংলাদেশকে ৫৫ শতাংশ বেশি দাম পরিশোধ করতে হচ্ছে।

এরই মধ্যে বাংলাদেশ সরকার আদানির সঙ্গে চুক্তির শর্ত পর্যালোচনা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। চলতি মাসেই কমিটিটির প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চুক্তির শর্ত পুনর্নির্ধারণ করা হবে।

২০২৪ সালের আগস্টে ক্ষমতায় বসার পরই অন্তবর্তী সরকার আদানি পাওয়ারের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। অন্তবর্তী সরকারের দাবি, আদানি তাদের ঝাড়খণ্ড প্রকল্পের জন্য ভারতের কাছ থেকে কর-সুবিধা পেলেও তা বাংলাদেশকে স্থানান্তর করেনি।

Header Ad
Header Ad

সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস চান না যে নির্বাচন ডিসেম্বরের পরে অনুষ্ঠিত হোক। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকায় বিএনপি ও জামায়াত একে অপরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে।

এদিকে, বিপ্লবী ছাত্র সংগঠনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন থাকলেও তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানায়, নতুন দলের আহ্বায়ক হতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি দল গঠনের আগে পদত্যাগ করতে পারেন।

বিএনপি এবার ৩০০ আসনে নির্বাচন করার জন্য দল গোছানোর কাজ শেষ করেছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীও সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। এরই মধ্যে দলটি ৭৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা করছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৭ বছর পর চুরির মামলায় কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই সাংবাদিক আসামি
আদানিকে চুক্তির ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ
সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর
অবশেষে সাক্ষাৎ হচ্ছে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির
৭ম হোস্টিং সামিট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি
চাকরি ফিরে পেতে রাজপথে বিডিআর সদস্যরা, সরকারকে আলটিমেটাম দিলেন মাহিন
ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি: আসিফ নজরুল
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ
বাংলা একাডেমির নামে প্রতারণা: হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা
কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়েই ৩৭ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি
‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে থানায় টিকটক, আ.লীগ নেত্রী গ্রেপ্তার
দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশ ১৪তম
প্রত্যাহারের পর দুদক পরিচালক সায়েমুজ্জামানকে দপ্তর থেকেই বদলি!
আমার ব্যাচ থেকে ৫০ সচিব, আমি কেন বঞ্চিত, প্রশ্ন সাবেক অতিরিক্ত সচিবের
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর  
‘মব’ বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে: মাহফুজ আলম  
ইয়েমেনি মাছ ধরার নৌকা ছিনতাই করেছে সোমালিয়া জলদস্যুরা  
‘সেভ দ্যা চিলড্রেনের’ প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার  
সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স