গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় টিউলিপ সিদ্দিকের নাম
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দার তালিকায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নাম ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ভবনটি তার পরিবারের নামে নামকরণ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার কর্মকর্তাদের ধারণা, ‘সিদ্দিকস’ নামে পরিচিত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি ২০১৪ সালে টিউলিপের ‘স্থায়ী ঠিকানা’ ছিল। তখন তিনি লন্ডনের ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর ছিলেন।
আদালতের নথিপত্রের বরাতে বলা হয়, এটি বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তি, যা খুঁজে পাওয়া গেছে। তবে যুক্তরাজ্যের লেবার পার্টি জানিয়েছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, তাই এ বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই।
টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। শেখ হাসিনার সরকারের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি। এর আগে, দুর্নীতির অভিযোগে তদন্তের পর টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়, গুলশানের এই ভবনটি ২০১০ সালে নির্মিত হয়। ভবনটির মালিকানা টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক, তার দাদা বা পরিবারের অন্য সদস্যদের নামে কি না, তা স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্র বলছে, পরিবারের এক সদস্যের জমির ওপর ভবনটি নির্মিত হয়।
এছাড়া, টিউলিপের পরিবারের মালিকানাধীন ‘টিউলিপস টেরিটরি’ নামে গাজীপুরের কানাইয়া এলাকায় একটি প্লট নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তিতে চার বিলিয়ন পাউন্ডের দুর্নীতিতে টিউলিপের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে।
তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিকের মুখপাত্র। তিনি দাবি করেছেন, এসবের বিপরীতে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এ বিষয়ে টিউলিপের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)