শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

পুলিশ ও প্রশাসনের ৯০ শতাংশ আওয়ামী লীগের সমর্থক!

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্প্রতি একটি ভার্চুয়াল মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, পুলিশের ও প্রশাসনের ৯০ শতাংশই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহের পরিকল্পনা চলছে, যা দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার কৌশলের অংশ। তার মতে, আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ সম্ভব নয়, তবে সরকারের সঙ্গে অসহযোগিতা করা এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করে অচলাবস্থা তৈরি করা হবে। এর মাধ্যমে ত্বরান্বিত নির্বাচন আয়োজন করে বিএনপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা রয়েছে।

বেনজীর আহমেদ আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধেও বিদ্রোহ করা হবে এবং পরবর্তী সময়ে তাদের হটানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এক ব্যবহারকারী, আসিফ শুভ্র, ফেসবুকে বিষয়টি শেয়ার করে লিখেছেন, "আইসো বিদ্রোহ করতে," যা আরও বিতর্ক তৈরি করেছে এবং পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

সাবেক আইজিপির এই বক্তব্য ও পরবর্তী প্রতিক্রিয়াগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি নিয়ে প্রশাসন কিংবা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মন্তব্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে।

Header Ad
Header Ad

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাউথ ব্লকে তলব করা হয়েছে।

এর আগে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

তলব করে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকেও এই বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তবে ভারত মনে করছে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, যা ভারতের জন্য অগ্রহণযোগ্য।

রণধীর জয়সওয়াল বলেন, "বাংলাদেশের কিছু বিবৃতি অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যার জন্য ভারতকে দায়ী করছে। এই নেতিবাচক অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে শেখ হাসিনার প্রতি যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ক্ষমতার বিষয়, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারতের অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করা হলে তা পারস্পরিক সম্পর্কের ইতিবাচক গতিকে বাধাগ্রস্ত করবে। তবুও ভারত সরকার দ্বিপাক্ষিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এবং বাংলাদেশকেও ইতিবাচক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।"

ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিনে, ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন। এতে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিল্লিতে আশ্রিত হাসিনাকে বক্তব্য ও বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানায় অভ্যুত্থানকারীরা।

পরদিন বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, "আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম, তিনি (শেখ হাসিনা) যেন সেখান থেকে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। গতকাল আবারও তিনি বক্তব্য দিয়েছেন। এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।"

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন জানান, ভারত জানিয়েছে শেখ হাসিনা কোনো ভারতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দেননি। বরং তিনি যুক্তরাষ্ট্রের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।

Header Ad
Header Ad

রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাস গড়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ফাইনালে রেকর্ড ১৯৫ রান তাড়া করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তাদের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতেই ১২.৪ ওভারে ১২১ রান তুলে নেয় তারা। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা চিটাগং নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান।

২২ বছর বয়সী পাকিস্তানি ওপেনার খাজা নাফি ৪৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। বিপিএলের শুরুতে ফর্মহীনতায় থাকা পারভেজ ইমন ফাইনালে দুর্দান্ত ব্যাট করেন। ৪৯ বলে হার না মানা ৭৮ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। এছাড়া, গ্রাহাম ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন, তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতেই তামিম ইকবাল ও হৃদয় মিলে ৮.১ ওভারে ৭৬ রান যোগ করেন। বরিশাল অধিনায়ক তামিম ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল নয়টি চার ও একটি ছক্কা। টুর্নামেন্টে তামিম সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন, তার মোট রান ৪৬৭। তার ওপরে ছিলেন নাঈম শেখ (৫১১) ও তানজিদ তামিম (৪৮৫)। ওপেনিং জুটিতে সঙ্গী হৃদয় ২৮ বলে ৩২ রান করেন।

বরিশালের জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্স। মাহমুদউল্লাহর সঙ্গে ৪২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মায়ার্স, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। মাহমুদউল্লাহ ১১ বলে ৭ রান করলেও ম্যাচের শেষ দিকে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন রিশাদ হোসেন, যেখানে ছিল দুটি বিশাল ছক্কা।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে দুই দলের শেষ ৫ ওভারের পারফরম্যান্সে। দুর্দান্ত শুরুর পরও শেষ ৪ ওভারে চিটাগং মাত্র ৩১ রান সংগ্রহ করে, যেখানে তাদের বড় স্কোর করার সুযোগ ছিল। একইভাবে বোলিংয়ের শেষ ৫ ওভারে চিটাগং কিংস রান আটকাতে ব্যর্থ হয় এবং একাধিক ফিল্ডিং মিস করে। ১৬তম ওভারে দুটি সহজ ক্যাচ মিস করে তারা। ১৮তম ওভারে আরও একটি ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া করে ফেলে। শেষ ২ ওভারে বরিশালকে ২০ রান করতে হতো, যা সহজেই তুলে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে বিপিএলে নতুন ইতিহাস লিখল ফরচুন বরিশাল। দ্বিতীয় বারের মতো শিরোপা জিতে তামিম ইকবালের নেতৃত্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলো তারা।

Header Ad
Header Ad

প্রেস সচিবের ক্ষমাপ্রার্থনা: বিবিসি বাংলার সংবাদের বিষয়ে বক্তব্য সংশোধন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে নিয়ে দেওয়া তার সাম্প্রতিক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং বক্তব্য সংশোধন করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই।”

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “আমি মূলত দুটি বিষয় মাথায় রেখেই বিবিসি বাংলার বিষয়ে মন্তব্য করেছিলাম। প্রথমত, তারা বারবার বলেছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দ্বিতীয়ত, আমি জানি শেখ হাসিনার সরকারের আমলে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল বিবিসি বাংলা। তবে, আমি যে মন্তব্য করেছিলাম, যেখানে বলেছিলাম বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করছে, সে বক্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি এবং সংশোধন করতে চাচ্ছি।”

শফিকুল আলম আরও বলেন, “নির্দিষ্ট কিছু প্রতিবেদনে হয়তো আমি বস্তুনিষ্ঠতার অভাব দেখেছি, তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের ঘটনাবলীর সত্যতা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছে বিবিসি বাংলা। শেখ হাসিনার সরকারের রেখে যাওয়া পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কেও তারা যথাযথ ও স্বচ্ছ সংবাদ প্রচারের চেষ্টা করছে। দেশের সব সাংবাদিকেরই উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।”

 

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বিবিসি বাংলার সংবাদ পরিবেশন নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। তারা যখন শেখ হাসিনার বিষয়ে সংবাদ প্রকাশ করে, তখন ‘ভারতে পালিয়ে যাওয়ার’ পটভূমি বাদ দিয়ে উপস্থাপন করে। বাস্তবতা হলো, শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন।”

তবে কিছুক্ষণ পরেই ওই পোস্টটি তিনি তার প্রোফাইল থেকে সরিয়ে ফেলেন। পরে, ৭ ফেব্রুয়ারি, নতুন পোস্টের মাধ্যমে তিনি তার বক্তব্য সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল
প্রেস সচিবের ক্ষমাপ্রার্থনা: বিবিসি বাংলার সংবাদের বিষয়ে বক্তব্য সংশোধন
পিরোজপুরে জামায়াতের তিন প্রার্থী, দুই আসনে সাঈদীর দুই ছেলে
পুলিশ ও প্রশাসনের ৯০ শতাংশ আওয়ামী লীগের সমর্থক!
আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ
সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু
জিজ্ঞাসাবাদের পর শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ ফেরত, তোপের মুখে মোদি সরকার
নিজের কেনা বুলডোজারেই গুঁড়িয়ে গেল সাদিক আবদুল্লাহর পারিবারিক বাড়ি
‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!