আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রেস সচিবের অবস্থান জানালেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে কোনো ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না, যতক্ষণ না তারা জুলাই-আগস্টের গণহত্যা ও তাদের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) তিনি তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।
শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ করেনি বা নিষিদ্ধ করেনি। সরকার সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করে। তার পোস্টে তিনি উল্লেখ করেন, গত সাড়ে পাঁচ মাসে শুধু ঢাকায় ১৩৬টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে অনেকগুলো যানজট সৃষ্টি করলেও সরকার সেগুলোতে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তবে তিনি প্রশ্ন তোলেন, "আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত?"
তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল এবং এই গণহত্যায় কয়েকশ শিক্ষার্থী ও শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাতে জানা গেছে, শেখ হাসিনা তার ১৬ বছরের শাসনামলে সরাসরি হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন।
তার মতে, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতিবাজরা ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে এবং এই বিষয়ে এখন তদন্ত চলছে। প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি গুম ও তিন হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। শাপলা চত্বরের সমাবেশ এবং মাওলানা সাঈদীর রায়কে কেন্দ্র করেও গণহত্যা সংঘটিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব বলেন, "যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, এবং তাদের অপরাধী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না।" তিনি মিত্রবাহিনীর সময়ে নাৎসিদের বিক্ষোভের অনুমতি না দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, "বাংলাদেশের জনগণও আওয়ামী লীগের কোনো প্রতিবাদ-সমাবেশের বিরুদ্ধে কঠোর জবাব দেবে।"
তিনি সতর্ক করে বলেন, "আওয়ামী লীগের ব্যানারে কেউ অবৈধ বিক্ষোভের চেষ্টা করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টাকে সফল হতে দেবে না।"