সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আলাদা হওয়া সরকারি সাতটি কলেজ নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার গণমাধ্যমে তিনি এ বক্তব্য দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে করা সম্ভব নয়। এটার কাঠামোগত ব্যাপার রয়েছে। এটার মডেল কী হবে সেটা নিয়ে কাজ চলছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।’
তিনি আরও বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে অনেক বছর থাকবে। এখানে বহুবছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। সে জন্য আমরা তাড়াহুড়ো করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সব কিছু করা হবে।’
এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শিক্ষক নিয়োগ, আইন ও অর্থের বিষয়সহ নানা বিষয় বিবেচনা করতে হয়। “সনদ ছাড়া কোনো শিক্ষার্থী ভর্তি করা বেআইনি,” বলে তিনি সতর্ক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে পৃথকভাবে ভর্তি নেবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে এবং তাদের সঙ্গে আলোচনা করে ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
