মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের তারিখ পেরিয়ে যাওয়া প্রায় ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় কাজের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এ প্রসঙ্গে হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের যৌথ কারিগরি কমিটি প্রবাসী কর্মীদের স্বার্থে কাজ করছে।
বৈঠকে ড. ইউনূস গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতি তুলে ধরে বলেন, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় দ্রুত কাজ যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সহযোগিতা এই প্রক্রিয়াকে সহজতর করবে।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের প্রতি সমর্থনের আহ্বান জানান। এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেন তিনি।
এই বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।